তুমি আমার পূর্ণতা


তুমি আমার পূর্ণতা

ছবির মতো একটা গ্রাম। শান্ত নদীর ধারে ছোট্ট এক ঘর। আর সেই ঘরের জানালায় বসে থাকা মেয়েটা, যার নাম রূপা। রূপার দিন কাটত প্রকৃতির সাথে। নদীর স্রোত, পাখির ডাক, আর চেনা-অচেনা বইয়ের গল্প তার সবচেয়ে প্রিয় সঙ্গী।

একদিন নদীর ঘাটে আসলো অর্ণব। শহরের ছেলে, কাজের জন্য গ্রামে এসেছে। প্রথম দিনেই রূপার নজরে পড়ল অর্ণব। ছেলেটার চোখে কী এক অদ্ভুত মায়া, যেন একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে।

অর্ণবও রূপার দিকে এক পলকে চেয়ে রইল। রূপার চঞ্চল চোখ আর হাসির গানে সে যেন হারিয়ে গেল।

এরপর দিনগুলো কেটে যেতে লাগল। অর্ণব কাজের ফাঁকে নদীর ধারে এসে বসত। রূপাও বই নিয়ে আসত ঘাটে। দুজনের দেখা হত, গল্প হত। গল্পে গল্পে তারা একে অপরের মন বুঝে নিল।

একদিন সন্ধ্যায় নদীর ধারে অর্ণব রূপার হাত ধরে বলল,
“তোমাকে ছাড়া এই জীবন অসম্পূর্ণ মনে হয়, রূপা। তুমি কি আমার জীবন পূর্ণ করবে?”

রূপা মুচকি হেসে বলল,
“তোমার ছায়ায় থাকতে চাই সারা জীবন, অর্ণব।”

তাদের প্রেমের গল্প নদীর ঢেউয়ের মতোই বহমান রইল। শহুরে কোলাহল বা গ্রাম্য নির্জনতা, কোনো কিছুই তাদের আলাদা করতে পারল না।

শেষ

আপনার পছন্দ হলে, জানাবেন।

Comments

Popular posts from this blog

পুরুষের শারীরিক চাহিদা পূরণ হলেই তার মানসিক শান্তি ফিরে আসে। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন

আমার ক্রাশ বর

ভালােবাসার গল্প নীলু কঠিন মুখ করে বলল, কাল আমাকে দেখতে আসবে। রঞ্জু নীলুর কথা শুনল বলে মনে হল না। দমকা বাতাস দিচ্ছিল । খুব কায়দা করে তাকে সিগারেট ধরাতে....